Friday, February 5, 2016

বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য; যেটার মূল নায়ক মাশরাফি!


বিষয়টি দীর্ঘদিন ধরে গোপন ছিল। কেউ জানত না এটি। এবার বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনার মূল নায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা যখন বাংলাদেশ সফর করে তখনকার ঘটনা এটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিচলিত ছিলেন একটি সিদ্ধান্ত নিতে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ওয়ানডে ম্যাচ চলার সময়ের ঘটনা এটি। ওয়ানডে ম্যাচের আগে দুটি টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও হেরে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একাদশ সাজানো নিয়ে চিন্তায় ছিলেন বিসিবি সভাপতি পাপন। দশ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেন বিসিবি সভাপতি। এক জনকে নিয়ে ছিল ঝামেলা। ৩ জনের মধ্যে থেকে যে কোনো একজনকে বাছাই করার বিষয়টি হাজির হয়। এক প্রতিবেদনে বলা হয়, মাশরাফিও উদ্বিগ্ন ছিলেন।
তখন খেলোয়াড়দের মনোবল ভেঙে গেছে বলে মনে করেন মাশরাফি। এই জটিলতায় মাশরাফি নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন বলে দাবি করেছে ওই পত্রিকা।
পরে বিসিবি লিটন দাসের পরিবর্তে এনামুল হক বিজয়কে একাদশে নেয়। বিসিবি সভাপতি পাপন ও ক্রিকেটারদের দৃঢ়তা ফের চাঙ্গা করে মাশরাফি বিন মুর্তজাকে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেলে ফের জয়ের মানসিকতায় ফিরে আসে বাংলাদেশ। পরে ঠিকই সিরিজ জেতে বাংলাদেশ।

No comments:

Post a Comment