Monday, February 8, 2016

স্যামসাং আনছে নতুন চমক



স্যামসাং আনছে নতুন চমক



গ্যালাক্সি এস ৬ এর মতো দুটি সংস্করণে বাজারে আসতে পারে এস ৭।নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং। এটি হতে পারে বহুল প্রতীক্ষিত ‘এস ৭’। কেমন হবে ফোনটি? এক কথায় বলতে গেলে ‘চমক’। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস ৭ নামের স্মার্টফোন আনতে পারে স্যামসাং।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ডিভাইসের ঘোষণা দিতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘আনপ্যাকড’ নামের এই অনুষ্ঠান ঘিরে তাই প্রযুক্তি বিশ্বে শোরগোল শুরু হয়েছে। স্যামসাং ইতিমধ্যে এই অনুষ্ঠান নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে। স্যামসাং এ ভিডিওর শিরোনাম দিয়েছে ‘দ্য নেক্সট গ্যালাক্সি’। ভিডিও টিজারে ভারচুয়াল রিয়েলিটি হেডসেট পরিহিত এক ব্যক্তিকে নতুন গ্যালাক্সি ছুঁতে দেখা যাবে। ২১ ফেব্রুয়ারি ইউটিউবে নতুন ফোন উন্মুক্ত করার অনুষ্ঠানটির লাইভস্ট্রিমিং দেখাবে স্যামসাং।

বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি ‘এস ৭’ কে জনপ্রিয় হতে হবে। কারণ ২০১৫ সালে বাজারে আসা গ্যালাক্সি এস ৬ এর ইতিবাচক পর্যালোচনা ও নতুন নকশা সত্ত্বেও বাজারে ক্রেতা টানেনি। স্যামসাং স্মার্টফোনের বাজার দখল হারিয়েছে। দাম সচেতন ক্রেতারা দামি স্যামসাং ফোন কেনার পরিবর্তে মটোরোলা, শিয়াওমি ও হুয়াওয়ের মতো ব্র্যান্ডের ফোনে ঝুঁকেছেন।
স্যামসাং ‘নেক্সট গ্যালাক্সি’ ডিভাইসের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে।কী থাকবে এস ৭ ফোনটিতে? প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী এস ৭ ফোনটির দাম হবে এস ৬ এর চেয়ে কম। এটি এস ৬ এর চেয়ে একটু বড় মাপের হবে। অর্থাৎ পাঁচ দশমিক এক ইঞ্চির বড় হবে এস ৭। দুটি সংস্করণে বাজারে আসবে এস ৭। একটি হবে এস ৬ এজের মতো বাঁকানো ডিসপ্লের। এতে অ্যাপলের আইফোনের মতো থ্রিডি টাচ সুবিধা যুক্ত হবে। এতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে। চোখ স্ক্যান করে গ্যালাক্সি এস ৭ আনলক করা যাবে।

No comments:

Post a Comment