Monday, February 8, 2016

এল নতুন আইফোন

এল নতুন আইফোন

বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
  • গতকাল ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস নিয়ে আসার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আইপ্যাড প্রো নামের একটি বড় আকারের ট্যাবেরও ঘোষণা দেন তিনি। ছবি: এএফপি।
  • টিম কুক নতুন দুটি মডেলের আইফোনের ঘোষণা দিয়েছেন, যাতে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে থ্রিডি টাচ প্রযুক্তি। ছবি: এএফপি।
  • ৯ সেপ্টেম্বর অ্যাপলের মিডিয়া ইভেন্টে নতুন মডেলের দুটি আইফোন উন্মুক্ত করে অ্যাপল। আমন্ত্রিত অতিথিরা এই আইফোন খুঁটিয়ে দেখছেন। এতে লাইভ ফটোজ নামে বিশেষ ফিচার যুক্ত হয়েছে। ছবি: এএফপি।
  • নতুন আইফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। গতকাল আইফোনের নতুন দুটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে অ্যাপল। ছবি: এএফপি।
  • বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেওয়ার সময় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আইফোনের মতো নতুনত্ব অন্য কোনো পণ্যে নেই।’ ছবি: এএফপি।
  • অ্যাপলের বার্ষিক আইফোন ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুজব ছিল। গতকাল আইফোন ঘোষণার অনুষ্ঠানে ‘রোজ-গোল্ড’ রঙের বিশেষ একটি মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সোনালি, রুপালি ও ধূসর রঙের আইফোন বাজারে ছিল। অ্যাপলের দাবি, নতুন মডেলের এই আইফোনে আরও উন্নত অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করা হয়েছে। ছবি: এএফপি।
  • যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনসহ আইপ্যাড ও অ্যাপল টিভিরও ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপি।
  • বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
  • সানফ্রান্সিসকোর অ্যাপলের নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠানে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস দেখানো হচ্ছে। ছবি: রয়টার্স।
  • অ্যাপলের পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার নতুন আইফোনের ভিডিও ধারণ প্রযুক্তি সম্পর্কে জানান। আইফোনের পেছনে থাকা ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে। ছবি: রয়টার্স।
  • থ্রিডি টাচ প্রযুক্তি নিয়ে কথা বলেন ম্যাক সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিক। নতুন আইফোনে এসেছে থ্রিডি টাচ প্রযুক্তি। ছবি: রয়টার্স।
  • অ্যাপলের পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানান ২৫ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। ছবি: রয়টার্স।
  • যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অ্যাপলের পণ্য ঘোষণার অনুষ্ঠানে দেখানো হয় নতুন আইফোন। একটি ৪ দশমিক ৭ ও আরেকটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। ছবি: রয়টার্স।
  • রোজ গোল্ড রঙের নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ প্রদর্শন করে অ্যাপল। গতকাল ৯ সেপ্টেম্বর অ্যাপলের নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ও নতুন আইফোন এভাবে রাখা হয়। ছবি: রয়টার্স।
  • নতুন আইফোন সম্পর্কে অ্যাপল কর্তৃপক্ষ বলছে, এটিই এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ফোন। এতে যুক্ত হয়েছে রেটিনা এইচডি ডিসপ্লে যা সবচেয়ে মজবুত কাচ দিয়ে তৈরি হয়েছে। ছবি: রয়টার্স

No comments:

Post a Comment