মাতৃভাষা বাংলা হওয়ার কারণেই হোক কিংবা অজ্ঞতার কারণেই হোক, ইংরেজিতে আমাদের দক্ষতা অনেকেরই কম। যারা ভাল ভাবে জানেন এই ভাষা তাদেরও প্রায়ই ভুল হয় কিছু লিখতে। এই ভুল এমনকি আপনার অজান্তেও হয়।
আমাদের সবারই কমবেশি কিছু না কিছু লিখতে হয় ইংরেজিতে মাঝে মাঝেই। এটা হতে পারে ইমেইল কিংবা আপনার ফেসবুক এর কোন স্ট্যাটাস। অনলাইনে যারা লিখালিখি করেন তারা ভালোভাবেই জানেন, আপনার লিখার ভুল আপনাকে কতটা বিপদে ফেলতে পারে। এছাড়া কিছু কিছু সেনসিটিভ লিখার কাজ তো আছেই। যেমনঃ আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার জব অ্যাপ্লিকেশানটিতে ভুল থাকুক।
আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার যা আপনার সকল লিখার ভুল গুলো ধরিয়ে দিবে মুহূর্তেই। এর নাম Grammarly. যারা লিখালিখির কাজের সাথে জড়িত তারা চিনে থাকবেন এটি।
Grammarly এর সুবিধা:
- আপনার লিখার সকল ভুল আপনাকে দেখিয়ে দিবে সহজে।
- মাত্র ২ মেগাবাইট এর সফটওয়্যার এটি যা মুলত একটি ব্রাউজার এক্সটেন্সান হিসেবে কাজ করে।
- যেকোনো ডকুমেন্ট কিংবা লিখা চেক করতে পারবেন এটির মাধ্যমে।
- এটির ব্যবহার একদম ফ্রী, আপনি চাইলে paid ভার্সন ব্যবহার করতে পারেন (কিছু advanced feature পাবেন এতে।)
Grammarly এর অসুবিধা:
আমি এখনো পাইনি কোন অসুবিধা।কিভাবে পাবেন এটি?
- Grammarly এর ওয়েবসাইট grammarly.com।
- ফ্রী সাইন আপ করুন।
- ব্রাউজার এক্সটেন্সান ডাউনলোড করন এবং আপনার ব্রাউজার এ add করে নিন।
No comments:
Post a Comment