সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি….
প্রিলিমিনারি পরীক্ষার মান বণ্টন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে ।
এতে প্রশ্ন থাকবে ১০০টি । এর মধ্যে বাংলায় ২৫ , ইংরেজিতে ২৫ , সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও আন্তর্জাতিক ) অংশে ২৫ ও গণিতে ২৫ নম্বর থাকবে । প্রতি প্রশ্নের মান ১ । তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০ . ৫০ নম্বর কাটা যাবে । পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা । বিষয়ভিত্তিক প্রস্তুতি যেভাবে নেবেন
বাংলা : বাংলা বিষয়ে ব্যাকরণ থেকে শুদ্ধিকরণ , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ , সন্ধি , প্রত্যয় , সমাস , ধ্বনি , বাক্য , বাগধারা , বর্ণ , শব্দ , বাক্য সঙ্কোচন থেকে প্রশ্ন আসবে । এ ছাড়া সাহিত্য অংশে প্রাচীন যুগ , মধ্যযুগ ও আধুনিক যুগের কবি - সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী থেকে প্রশ্ন আসে । এ জন্য পঞ্চম , অষ্টম ও নবম - দশম শ্রেণির বোর্ডের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যবই ভালো করে পড়বেন ।
ইংরেজি : ইংরেজি বিষয়ে Parts of speech, Narration, Voice Change,
Preposition, Right form of Verb, Transformation, Correct Sentence, Synonyms,
Antonyms, Phrase and Idioms, Translation থেকে প্রশ্ন আসে । এ অংশে ভালো করতে হলে অবশ্যই অষ্টম ও নবম - দশম শ্রেণির গ্রামার বই ভালো করে পড়তে হবে ।
সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও আন্তর্জাতিক ): সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলিতে মুক্তিযুদ্ধ , সংবিধান , জাতীয় সংসদ , সাম্প্রতিক ঘটনালি , অর্থনৈতিক সমীক্ষা , কৃষ্টি ও সভ্যতা , শিল্প ও বাণিজ্য , কৃষি , সরকার ও রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনীতি থেকে প্রশ্ন আসে । আন্তর্জাতিক বিষয়াবলিতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা , রাজধানী , পার্লামেন্ট , দিবস , সম্মেলন , পুরস্কার , খেলাধুলা ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ , আন্তর্জাতিক সংস্থা , বিশ্ব রাজনীতি , বিশ্বযুদ্ধ , গোয়েন্দা সংস্থা এবং সীমারেখা থেকে প্রশ্ন আসে । এ জন্য নিয়মিত দৈনিক পত্রিকা পড়া ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ইতিহাস , বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়তে হবে ।
গণিত : উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় গণিত বিষয়ে পাটীগণিতে ঐকিক নিয়ম , শতকরা , ল . সা . গু ও গ . সা . গু , লাভ - ক্ষতি , সুদ - কষা , অনুপাত - সমানুপাত , বীজগণিতে উৎপাদক নির্ণয় , মান নির্ণয় , সূচক , অসমতা , সমীকরণ ও লগারিদমের সূত্রের প্রয়োগ , জ্যামিতিতে রেখা , কোণ , বৃত্ত , ত্রিভুজ , চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য ও পরিমিতি থেকে প্রশ্ন আসে । গণিতে প্রস্তুতির জন্য অষ্টম থেকে নবম - দশম শ্রেণির বোর্ডের গণিত পাঠ্যবইটি নিয়মিত অনুশীলন করলেই হবে ।
লিখিত ও মৌখিক পরীক্ষা প্রিলিমিনিয়ারি পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । এতে বাংলায় ৫০ , ইংরেজিতে ৫০ , গণিত ও মানসিক দক্ষতায় ৬০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে । লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ৪৫ % । লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ % । লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে ।
ফরিদ আহাম্মদ
সাধারণ সম্পাদক
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি
নালিতাবাড়ী , শেরপুর ।
No comments:
Post a Comment